দেশকে নিরক্ষরমুক্ত করার লক্ষ্যে প্রথমত: শিক্ষা মন্ত্রণালয়কে সম্প্রসারিত করে আলাদাভাবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ গঠন করা হয়। এই বিভাগের অধীনে ১৯৯২ সনে সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম(ইনফেপ) নামে একটি বৃহৎ প্রকল্প গঠন করা হয়। এ প্রকল্পের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৫ সালে ইনফেপ-কে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরে রূপান্তর করা হয় এবং প্রতিটি জেলা পর্যায়ের কালেক্টরেট ভবনে জেলা কো-অর্ডিনেটরের কার্যালয় স্থাপন করা হয়। ২০০৩ সনে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের নাম পরিবর্তন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নামকরণ করা হয়। ২০০৫ সনের ১৭ এপ্রিল এ উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের স্থলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো গঠন করা হয় এবং জেলা পর্যায়ে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালকের কার্যালয় নামে অভিহিত করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচী বাস্তবায়নের জন্য সরকার ২০০৬ সালে উপানুষ্ঠানিক শিক্ষানীতি প্রণয়ন করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS